Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষীয় উৎসব উদযাপন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসব পালিত হচ্ছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও নীল আকাশে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সাংসদ এ্যাড. শাহজাহান মিয়া।

এসময় নাচে গানে বিদ্যালয় প্রাঙ্গন উৎসবমুখর করে তোলে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পরে বর্ণিল সাজের একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দু'দিনব্যাপী এ উৎসবে আরও রয়েছে খেলাধুলা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিকথন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

শতবর্ষের এ উৎসবে দেশের বিভিন্ন স্থানসহ প্রবাসে বসবাসকারী বিভিন্ন পেশার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেয়।ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এ অনুষ্ঠানকে ঘিরে জেলা শহরে বিরাজ করছে উৎসবের আমেজ।   

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রধান শিক্ষিকা এবং সাবেক মাহিলা এমপি নার্গিস আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ডা: শফিকুল ইসলাম।  
 

Bootstrap Image Preview