Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রত্যেক জেলায় টিম গঠন করতে হবে: খাদ্যমন্ত্রী

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০২:৪০ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০২:৪০ PM

bdmorning Image Preview


সারাদেশে খাদ্যের ভেজাল প্রতিরোধে প্রত্যেক জেলায় জেলায় টিম গঠন করতে হবে। প্রতিটি জেলা প্রশাসকদের নির্দেশে তা বাস্তবায়নের করার জন্য নির্দেশ দিচ্ছি। বর্তমান খাদ্য বিভাগে দুর্নীতির কোনো সুযোগ নেই। সরকার ধানের দাম বেঁধে দিয়েছে। নির্ধারিত দামের চেয়ে আর দাম কমা-বাড়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শুক্রবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁর পত্নীতলা উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আ'লীগের ইশতেহার বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী ও জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও তার সরকার কাজ করে যাচ্ছেন। আ'লীগ সরকার আগামীতে যাতে আবারো ক্ষমতায় আসতে পারে, তাই এখন থেকেই আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামাল হোসেন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, পত্নীতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আরমান আলী, পত্নীতলা সার্কেলের এএসপি, পত্নীতলা থানা ওসি পরিমল চন্দ্র চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, এর পূর্বে একইদিন সকাল ১০টায় পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে নজিপুর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে মন্ত্রীকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।  
 

Bootstrap Image Preview