Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা ৪২ দিন কথা বলে না যে গ্রামের বাসিন্দারা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


কখনো কথা না বলে আপনি কয়টা দিন কাটিয়ে দিতে পারবেন, চিন্তা করেছেন? এভাবে কথা না বলে কয়টা দিন চালিয়ে নিতে পারবেন এবং আপনার সক্ষমতার ওপর সেটি নির্ভর করছে। তবে কখনো কি শুনেছেন মানুষ টানা ৪২ দিন কথা না বলে থাকতে পারে? হ্যাঁ এমন একটি গ্রাম রয়েছে ভারতে।

এই গ্রামের বাসিন্দারা ৪২ দিন তেমন কথা বলেন না। পালন করেন নীরবতা। দেশটির হিমাচল প্রদেশের মানালির কুলু জেলার গোশাল গ্রামের বাসিন্দারা জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে ফেব্রুয়ারির ২৫ তারিখ পর্যন্ত কোনো কথা বলেন না। এছাড়াও বুরুয়া, শানাগ ও কুলাং গ্রামেও এই প্রথা রয়েছে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, হিমাচল প্রদেশের মাঝাচ, পালচান, কোঠি, রুয়ার গ্রামের বাসিন্দারাও বিশ্বাস করেন এই ৪২ দিন নীরবতা পালনের বিষয়টি। এছাড়া কিছু গ্রামের বাসিন্দারা চুপ থাকার পাশাপাশি বন্ধ করে দেন তাদের কৃষিকাজও।

চুপ থাকার কারণ হিসেবে গ্রামবাসীরা জানিয়েছেন, মাঘ মাসে মকর সংক্রান্তির সময় থেকে এই রীতি চালু হয়। তাদের বিশ্বাস এসময় দেবতারা স্বর্গ ভ্রমণ করেন। পৃথিবী থেকে কোনো শব্দে যেন দেবতাদের ভমণে বিরক্তির কারণ না হয় এজন্য তারা চুপ থাকেন।

গ্রামবাসীরা আরো জানায়, স্বর্গে দেবতারা এসময় গভীর ধ্যানে মগ্ন হয়। পৃথিবী থেকে সৃষ্ট কোন শব্দ যাতে তাদের ধ্যানে বিঘ্ন না ঘটায় তাই তারা চুপ থাকে। দেবতারা বিরক্ত হলে তাদের অমঙ্গল হতে পারে বলে গ্রামবাসীদের বিশ্বাস।

গোশাল গ্রামের এক বাসিন্দা শ্যাম ঠাকুর বলেছেন, তারা অনেক দিন যাবত এই রীতি পালন করে আসছেন। এসময় তারা গান শোনা থেকে শুরু করে টেলিভিশন দেখা ও কৃষিকাজ বন্ধ করে দেন। 

তিনি আরো বলেছেন, এসময় তাদের এলাকায় কেউ বেরাতে এলেও তাদের চুপ থাকতে হয়।

এছাড়া এসময় ওইসব এলাকার মোবাইল ফোন ‘সাইলেন্ট মুডে’ রাখা হয়।

Bootstrap Image Preview