Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাজে ব্যর্থ হওয়ায় সড়কে হামাগুড়ি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


সমাজতন্ত্রের মোড়কে চীনে পুঁজিবাদীদের দাপট বাড়ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এর প্রমাণ মিলেছে। এতে দেখা যায়, সংস্থার দেওয়া নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় কর্মীরা ব্যস্ত সড়কে হামাগুড়ি দিচ্ছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেক কর্মীকে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল সংস্থাটি। এটা পূরণ করা বাধ্যতামূলক ছিল। এ জন্য উঠে পড়ে লেগেছিলেন কর্মীরা। কিন্তু সংস্থার রিপোর্টে দেখা যায়, লক্ষ্যমাত্রা পূরণে অনেকেই ব্যর্থ হয়েছেন। এমন ফলে ক্ষুব্ধ হয়ে সেসব কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় সংস্থাটি। সব ধরনের মানবিকতা ত্যাগ করে তাদের ব্যস্ত সড়কে হামাগুড়ি দিতে বাধ্য করা হয়।

শাস্তির এমন ধরন দেখে ইন্টারনেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলছেন। তবে নির্যাতিত কর্মীদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন চাকরি বাঁচানোর জন্য আত্মসম্মান জলাঞ্জলি দেওয়াটা কি ঠিক?

Bootstrap Image Preview