Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চলন্ত বাস থেকে স্কুলছাত্রকে ফেলে দিল হেলপার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে গিয়ে হযরত ওমর (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলের দিকে স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত ওমর উপজেলার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা যায়, উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার শিমুল হোসেনের পুত্র হজরত ওমর প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুলে যায়। ওই দিন বিকালে ছুটি শেষে স্কুল থেকে বাসায় ফেরার পথে চন্দ্রা বাস স্টেশন থেকে আজমেরি পরিবহন নামে (ঢাকা মেট্রো-ব ১৪-২৬৭৭ নম্বর) একটি যাত্রীবাহী বাসে ওঠে। এ সময় বাসে কর্তব্যরত জনৈক হেলপার ওমরকে বাস থেকে নেমে যেতে বলে। হেলপারের কথা মতো বাস থেকে নেমে না যাওয়ায় হেলপার ক্ষুব্ধ হয়ে ওমরকে জোরপূর্বক চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।

খবর পেয়ে উপস্থিত লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুন নাহার তার মৃত ঘোষণা করেন।

ঘাতক বাসটি আটক করলেও ঘাতক হেলপারকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। কালিযাকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview