Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'আল্লাহু আকবর' ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৬:২৬ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা ময়দান হাজারো মুসুল্লিদের ইবাদত বন্দেগী, জিকির আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ফজরের নামাজ আদায় শেষে ইন্দোনেশিয়া থেকে আসা তাবলীগ জামায়াতের আমীর মাওলানা আহম্মেদ মিস বাইন মনিরের উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে ৪১তম ইজতেমা শুরু করা হয়।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, স্বাধীনতার পর দেশে ২টি ইজতেমা অনুষ্ঠিত হতো। এরমধ্যে টঙ্গি বিশ্ব ইজতেমা এবং ধুনটের সরুগ্রাম বিশ্ব ইজতেমা। প্রতিবছর টঙ্গি বিশ্ব ইজতেমা সফল করার লক্ষে এক মাস আগে সরুগ্রামের ইজতেমা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবার দিল্লীর নিজাম উদ্দিনের মূল ধারার তাবলীগ জামায়াতের অনুসারীদের আয়োজনে সরুগ্রামে ইজতেমা শুরু হয়েছে।

ইজতেমা মাঠে সার্বক্ষণিক ইবাদাত-বন্দেগীতে মগ্ন রয়েছেন লাখ লাখ দেশি-বিদেশি মুসল্লি। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আম বয়ান অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমার প্রথম দিনে দেশ-বিদেশ থেকে আগত মুরুব্বিরা তাবলিগের ছয় ওছুলের মধ্যে দাওয়াতে দ্বীনের মেহনতের ওপর গুরুত্বারোপ করে বয়ান করছেন।

বয়ানে তারা বলেন, মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তায়ালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহতায়ালা এটা সিদ্ধান্ত নিয়েছেন, দুনিয়াতে যে একবার আসবে তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহপাকের এ সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। দুনিয়া হচ্ছে ধোঁকার ঘর, এ দুনিয়া হচ্ছে ধোঁকার জীবন। মিছে এ দুনিয়ার আরাম-আয়েসের কথা ভুলে গিয়ে আখেরাতের কথা চিন্ত করুন।

উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিরা বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিলে দিন কাটাচ্ছেন। তবে তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি। শীত বস্ত্র মুড়ি দিয়ে ইজতেমায়ী কার্যক্রমে অংশগ্রহণ করেন তারা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শন্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠানের লক্ষে ময়দানে কঠোর নজদারী রাখা হয়েছে। এছাড়া বিদেশী মুসুল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

Bootstrap Image Preview