Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ছিনতাই’ করা ৭০ টাকা ফেরত দিল পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


সংবাদপত্র শ্রমিকের কাছ থেকে ৭০ টাকা ছিনতাই করে পুলিশ। কিন্তু এক ঘণ্টা পরেই সে টাকা ফিরিয়ে দিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

গত মঙ্গলবার রাতে হোটেল টাইগার প্লাসের সামনে আসতেই কয়েকজন পুলিশ শেখ সোহানুরের কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করে। তার কাছে এত টাকা নেই জানালে তার পকেটে হাত ঢুকিয়ে নগদ ৭০ টাকা পায় সেটা ছিনিয়ে নেয় পুলিশ।

শেখ সোহানুর রহমানের ভাষ্যমতে, টাকা ছিনতাইয়ের শিকার শেখ সোহানুর রহমান প্লাবন দৈনিক পত্রদূত কার্যালয় থেকে বাইরে আসেন পান কিনতে। শহরের হোটেল টাইগার প্লাসের সামনে আসতেই কয়েকজন পুলিশ তাকে ঘিরে ধরে। এ সময় তারা প্লাবনের কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করে। তার কাছে এত টাকা নেই জানালে পুলিশ তার পকেটে হাত ঢুকিয়ে নগদ ৭০ টাকা পায়। এ টাকা নিয়ে পুলিশ তাকে তাড়িয়ে দেয়। 

প্লাবন আরো জানান, খবরটি তার পত্রিকার সম্পাদককে জানালে সঙ্গে সঙ্গে তা পৌঁছে যায় সদর থানা পুলিশের কাছে। পুলিশ পরিদর্শক (আইসিটি) আবুল কালাম পত্রদূত অফিসে গিয়ে রাতেই সে টাকা ফেরত দিয়ে আসেন প্লাবনের কাছে। 

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ পরিদর্শক (আইসিটি) আবুল কালাম জানান, পুলিশ সন্দেহ করে তার দেহ তল্লাশি করতে চাইলে ভয়ে সে পালিয়ে যেতে থাকে। এ সময় তার পকেট থেকে এ টাকা পড়ে যায় বলে জানান পুলিশ পরিদর্শক আবুল কালাম।

Bootstrap Image Preview