Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকে প্রধানমন্ত্রীর নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১২:০৬ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ‘প্রতারণার মাধ্যমে অর্থ আদায় ও রাষ্ট্রবিরোধী প্রচার’ চালানোর অভিযোগে পাঁচ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৬ জানুয়ারি) রাতে ঢাকার মগবাজার, মোহাম্মদপুর এবং সাভার, ডেমরা ও কেরানীগঞ্জ থেকে র‌্যাব-২ এর একটি দল তাদের আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

র‌্যাবের দাবি, তারা বিভিন্ন ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়, গুজব সৃষ্টি, উস্কানিমূলক প্রচার চালিয়ে আসছিল।

আটককৃত পাঁচজনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান কমান্ডার মুফতি মাহমুদ খান।

এর আগে গত ১১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেনের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ভুয়া খবর ছড়ানো হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সতর্ক করা হয়।

Bootstrap Image Preview