Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যে কারণে মানুষ সৃষ্টিতে কান্না করেছিল মাটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১০:৫৫ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ সৃষ্টির কথা শুনে মাটি কান্না করেছিল।

মাটির সে অনুভূতি তুলে ধরে হলো- 

হজরত ওহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন মাটিকে অবহিত করে বললেন, হে মাটি! আমি তোমার থেকে এমন এক জাতি সৃষ্টি করবো, যাদের মধ্যে আমার অনুগত ও নাফরমান উভয় ধরনের লোক হবে। যে আমার আনুগত্য করবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যে আমার নাফরমানি করবে, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো।

তখন মাটি বলল, হে আল্লাহ! আপনি আমার দ্বারা এমন জাতি সৃষ্টি করবেন, যারা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ। তখন মাটি কাঁদতে শুরু করে। তার কান্নার অশ্রুধারা থেকেই পৃথিবীতে ঝর্ণাসমূহ বয়ে চলেছে। সুতরাং যে মাটি জাহান্নামের ভয়ে ক্রন্দন করছে। আল্লাহ তাআলা মাটির ক্রন্দন থেকে শিক্ষা নিয়ে উম্মাতে মুসলিমাকে অনুগত বান্দা হওয়ার তাওফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালে কামিয়াবী অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

Bootstrap Image Preview