Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘে প্রতি তিনজন কর্মীর একজন যৌন হয়রানির শিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:৫৪ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


মানবতার বিবেক আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সব প্রতিষ্ঠানেই যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন নারী কর্মীরা। জাতিসংঘে প্রতি তিনজন কর্মীর মধ্যে একজন যৌন হয়রানির শিকার হন। আন্তর্জাতিক সংস্থাটির নিজস্ব প্রতিবেদনেই এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বার্তসংস্থা বিবিসি।

সংস্থার উদ্যোগে ডেলোয়িতি নামের একটি সংস্থার করা জরিপে বলা হয়েছে, অধিকাংশ কর্মী জানিয়েছেন, অফিসের পরিবেশই যৌন হয়রানিতে সহায়তা করে। ১৭ ভাগের বেশি কর্মী জানান, অফিসের বাইরে সামাজিক কাজ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হতে হয়।

২১ দশমিক ৭ ভাগ জানায়, তাদেরকে যৌন গল্প বা কৌতুক শোনানো হয়। রিপোর্টের পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটা আমাদের জন্য উদ্বেগজনক। রিপোর্ট প্রমাণ করে যে, আমাদের আরো অনেকদূর যেতে হবে।

বিশ্বজুড়ে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের প্রেক্ষিতে এই জরিপ চালানো হয়।

Bootstrap Image Preview