Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের হুঙ্কারে আইএসের আত্মঘাতী হামলা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:৩৮ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঙ্কার দিয়েছিলেন যে, সিরিয়ায় সন্ত্রাস দমনে ইসলামিক স্টেটের বিরুদ্ধে জয় হয়েছে। তার এই হুঙ্কারের পরেই গত বুধবার রাতেএকটি আত্মঘাতী হামলা চালায় আইএস।

কয়েকটি আর্ন্তজাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আইএসের আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে মার্কিন সেনারা।

ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান জানাচ্ছে, এক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে চূড়ান্ত জয় হয়েছে।তারপরেই এ হামলার ঘটনা ঘোটে। হামলায় ৪ সেনা নিহত হয়েছে। তবে আহত হয়েছেন আরও কয়েকজন। বিস্ফোরণের ঘটনটি ঘটেছে সিরিয়ার মানবিজ শহরে।

এদিকে, একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট, হামলায় জড়িত আইএস জঙ্গি গোষ্ঠী। তাদেরই আত্মঘাতী বাহিনীকে নাশকতার কাজে নামানো হয়েছিল। মানবিজ শহর আপাতত নিয়ন্ত্রণ করছে আইএস বিরোধী কুর্দি বিদ্রোহীরা। তাদের সমর্থন করছে মার্কিন সেনা। দু'পক্ষের যৌথ হামলায় ওখান থেকে সরে গিয়েছে আইএস জঙ্গিরা। কলকাতা টুয়েন্টিফোর।

Bootstrap Image Preview