Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চেক প্রতারণার মামলায় তাঁতী লীগ নেতার কারাদণ্ড

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


ব্যাংকে টাকা না থাকার পরও পাওনাদারকে চেক দিয়ে প্রতারণা করায় সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি মীর আজাহার আলী শাহীনকে এক বছর কারাদ্বণ্ড ও ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মীর আজাহার আলী শাহীন সাতক্ষীরা শহরের মুনজিতপুরের নবারুন কলেজ মোড়ের মৃত নিছার আলী মীরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শহরতলীর বাটকেখালি গ্রামের নাছির গাজীর ছেলে আব্দুল মান্নান আশাশুনি উপজেলার শোভনালীতে ইটভাটার ব্যবসা করেন। ইটভাটা ব্যবসা করার সুবাদে আব্দুল মান্নান ২০১৩-২০১৪ অর্থবছর শেষে ২০১৪ সালের পহেলা জুলাই মীর শাহীনের কাছে এক কোটি ১০ লাখ টাকা পান। টাকার পরিবর্তে মীর শাহিন পাওনাদার আব্দুল মান্নানকে স্টান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার একটি চেক দেন।

ওই বছরের ১২ নভেম্বর ব্যাংকে টাকা তুলতে গেলে হিসাব নম্বরে টাকা নেই বলে আব্দুল মান্নানকে জানিয়ে দেওয়া হয়। ১৮ নভেম্বর মীর আজাহার আলীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপরও পাওনা টাকা ফিরে পাওয়া সংক্রান্ত টাকার বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়ায় আব্দুল মান্নান ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে মীর আজাহার আলী শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি পরবর্তীতে বদলী হয়ে বিচারের জন্য সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে যায়। বাদির জবানবন্দি ও নথি পর্যালোচনা শেষে বিচারক উপরোক্ত রায় দেন। আসামি মীর আজাহার আলী শাহীন এ সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু।

Bootstrap Image Preview