Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview
ছবি বিডিমর্নিং


আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ আনিছুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সীমান্ত ঘেঁষা আটাপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত আনিছুর রহমান পাঁচবিবি উত্তর গোপালপুর গ্রামের আস্তুল সরদারের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল। 

তিনি আরো বলেন, এখানকার স্থানীয় যুবসমাজের অধিকাংশই নেশাগ্রস্থ হয়ে বিভিন্ন রকম অপরাধে জড়িত হয়ে পড়ছে। এ অবস্থায় তাকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে র‌্যাব উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

Bootstrap Image Preview