Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ১০:১৫ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খলিল (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিহতের লাশ পরিবারের কাছে মঙ্গলবার (১৫ জানয়ারি) সন্ধ্যাতেও হস্তান্তর করেনি।

নিহত খলিল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম ছাতনাই গ্রামের মোকছেদ আলীর ছেলে।

জানা যায়, মঙ্গলবার ভোর রাতে খলিল অবৈধভাবে উপজেলার বালাপাড়া সীমান্তের-৭৯১ নম্বর মুল পিলারের ভেতরে প্রবেশ করলে বিএসএফের ভুজারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ।

তবে এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত খলিল ভারতের করিডোর দিয়ে অবৈধ গরু পাচারের সাথে জড়িত ছিলো।
বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর- ৫১ সেক্টরের দায়িত্বে বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম নিহত খলিল চোরাকারবারি কি না সে বিষয়ে কিছুই জানােত পারেনি। তবে নিহতের লাশ ফেরত চেয়ে বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।

পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার, খলিলের নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ফেরত দিতে চেয়েছেন বিএসএফ। তবে এখনো তা দেয়নি।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত খলিলের নামে ডিমলা থানায় কোনো মামলা নেই। তার পরিবার সূত্রে জানা গেছে তিনি একজন রাইস মিল ব্যবসায়ী ছিলেন। 
 

Bootstrap Image Preview