Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকল জল্পনা-কল্পনার শেষে ভোলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:৩৬ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:৩৬ PM

bdmorning Image Preview


দীর্ঘ বছরের সকল জল্পনা-কল্পনার অবসান শেষে ভোলা প্রেসক্লাবের বর্ধিত সাধারণ সভায় সদস্যদের ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি এম হাবিবুর রহমানকে সভাপতি ও দৈনিক যুগান্তর ও আরটিভির জেলা প্রতিনিধি অমিতাভ অপুকে সাধারণ সম্পাদক করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পরে হলেও সোমবার রাত ছিলো নবীণ-প্রবীণ সাংবাদিকদের এক মিলন মেলা। অধিবেশন শেষে ভোলা প্রেসক্লাবের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন হওয়ায় সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ভোলার পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। পরে তিনি নব নির্বাচিত কমিটিসহ উপস্থিত সাংবাদিকদের মিষ্টিমুখ দিয়ে আপ্যায়ন করেন, ভোলা পৌর সভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। 

এদিকে নব গঠিত কমিটিকে মোবাইল ফোনে শুভেচ্ছা জানিয়েছেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুভেচ্ছা জানিয়েছেন ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পুলিশ সুপার মোক্তার হোসেনসহ বিভিন্ন মহল। 

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, এনটিএন বাংলার ভোলা জেলা প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ।

প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিদায়ী আহ্বায়ক বিটিভি প্রতিনিধি এম আবু তাহের, আহ্বায়ক কমিটির সদস্য জনকণ্ঠ ও মাছরাঙ্গা প্রতিনিধি হাসিব রহমান, প্রবীণ সাংবাদিক মোকতাদির বিল্লাহ বাচ্চু, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান, বিডি নিউজ প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, ভোলা দর্পণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সকালের খবর প্রতিনিধি আতিকুর রহমান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ প্রতিনিধি জুন্নু রায়হান, সময় টিভি ও সমকাল প্রতিনিধি নাসির লিটন, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্লাহ, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, বৈশাখী টিভি প্রতিনিধি হোসাইন সাদি, গাজী টিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন প্রমুখ। 

বর্ধিত সভায় উপস্থিত থাকার পাশাপাশি নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান, প্রেসক্লাব সদস্য ফিরোজ কবির খোকন, মিজানুর রহমান, শিমুল চৌধুরী, মো: সুলাইমান, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন শিপু, ছোটন সাহা, মশিউর রহমান পিংকু, তৈয়বুর রহমান, নুরে আলম ফয়েজ প্রমুখ। 

বিদায়ী কমিটির আহ্বায়ক এম আবু তাহের তার বক্তব্যে বলেন, গত ৩১ ডিসেম্বর ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ক্লাবের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে ৭ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে সামস-উল-আলম মিঠুকে সভাপতি এবং হাসিব রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করা হয়। কিন্তু দুঃখের বিষয় কে বা কারা আমার বরাত দিয়ে পত্রিকাসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সামস-উল-আলম মিঠুকে সভাপতি এবং শাহাদাত হোসেন শাহীনকে সাধারণ সম্পাদক দেখিয়ে একটি অসম্পূর্ণ ও মনগড়া কমিটি গঠন করা হয়ছে মর্মে সংবাদ প্রচার করে। যে বিষয়ে আমি কিছুই জানতাম না। এ ধরনের কোন প্রেসবিজ্ঞপ্তিও দেই নি। তাই আজ এই বর্ধিত সভা আহ্বান করা হয়। 

ওই সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হোক। আহ্বায়ক আবু তাহেরের এই বক্তব্যের পর উপস্থিত সদস্যদের পক্ষে গাজী টিভির প্রতিনিধি এম হেলাল উদ্দিন এম হাবিবুর রহমানকে সভাপতি পদে প্রস্তাব করেন। তখন সকলে উক্ত প্রস্তাব সমর্থন করেন। এরপর হোসাইন সাদী সাধারণ সম্পাদক পদে অমিতাভ রায় অপুর নাম প্রস্তব করলে উপস্থিত সকল সদস্য ওই প্রস্তব সমর্থন করেন। উপস্থিত সকলের কণ্ঠভোটে হাবিবুর রহমান সভাপতি ও অমিতাভ রায় অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

সকল জল্পনা-কল্পনার অবসান শেষে ভোলা প্রেসক্লাবের নতুন এই কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিকে দৈনিক ভোলার বাণী পরিবার, ভোলা জার্নালিষ্ট ফোরাম, স্বপ্ন শিখড়, আমরা মাদকের বিরোধী শক্তিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 


 



 

Bootstrap Image Preview