Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে নবনির্বাচিত সংসদ সদস্য এমপি তুহিনকে সংবর্ধনা

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক নবনির্বাচিত সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনকে সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।  

শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল, ৪নং চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়া। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, শিক্ষক নেতা হাবিবুর রহমান কাঞ্চন, মোহাম্মদ মহসিন, মাহবুবা পারভিন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি তুহিন বলেন, আগামী ৫ বছর নান্দাইলে শিক্ষার অবকাঠামো উন্নয়নে বিরাট ভূমিকা রাখা হবে। তবে শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে এবং ছাত্রছাত্রীদের কল্যাণে সকাল ১০টা-৪টা পর্যন্ত বিদ্যালয় শ্রেণী কার্যক্রম পরিচালনাসহ যে সমস্ত প্রতিষ্ঠানে কমিটি নিয়ে মামলা মোকাদ্দমা আছে তা নিরসনে প্রধান শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

তিনি মাধ্যমিক শিক্ষা অফিসারকে মামলা মোকাদ্দমায় জড়িত প্রতিষ্ঠানের তালিকা করে তা নিরসনের আহ্বান জানান। প্রয়োজনে এমপি তুহিন নিজেই মামলার বাদী-বিবাদীর সাথে কথা বলবেন বলে জানান। সংবর্ধনা সভায় নান্দাইল উপজেলায় সকল মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 
    
 

Bootstrap Image Preview