Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত থেকে বিআরটিসির বাস ও ট্রাক আমদানি শুরু

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশে নামে ২৯ টি বি আর টি সির বাস ও ট্রাক আমদানি হয়ে এসেছে বেনাপোল বন্দরে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এসব বাস ঢাকার রাস্তায় নামানো হবে বলে জানা গেছে।  

এগুলো বর্তমানে বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে রাখা হয়েছে। প্রথম অবস্থায় ৪টি এসি সিঙ্গেল ডেক বাস ও ২৫টি ট্রাক এসেছে ভারত থেকে। বেনাপোলে আসা দু'টি শীততাপ নিয়ন্ত্রিত বাসের গায়ে লাল ও সবুজ রং করা হয়েছে।

জানা গেছে চলতি মাসের শেষ দিকেই আরও ৫টি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে আমদানি করা হবে। তাছাড়া ১০টি দ্বীতল বাসও আসবে বলে জানা গেছে।

ভারতের সহজ শর্তের ২০০ কোটি ডলার ঋণের আওতায় দেশটি থেকে ৬'শ বাস ও ৫'শ টি ট্রাক আমদানি করা হচ্ছে। এসব বাসের মধ্যে ৩'শ টি দ্বিতল বাস, ১'শ টি একতলা সাধারণ বাস এবং ২'শ টি এসি বাস আসার কথা রয়েছে।

দ্বিতল ও একতলা এসি বাসগুলো তৈরি করছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান 'অশোক লিল্যান্ড'। সব বাস-ট্রাক আগামী  এপ্রিল মাসের মধ্যে দেশে চলে আসবে বলে জানান, বিআরটিসি কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, বিআরটিসি বাসগুলো বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে সকল আনুষ্ঠানিকতা শেষে বাসগুলো বন্দর থেকে খালাশ দেয়া হবে। তবে এসব বাস দ্রুত খালাশের জন্য অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে। 
 

Bootstrap Image Preview