Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৈয়দপুরের পল্লীতে অগ্নিকাণ্ডে ২১ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview


নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী মুন্সিপাড়ায় অগ্নিকাণ্ডে ২১টি পরিবারের ৫৪টি ঘরসহ আসবাবপত্র, কাপড়-স্বর্ণালংকার, ধান-চাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর নারী-শিশু ও বৃদ্ধসহ প্রায় ২ শতাধিক সদস্য এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

রবিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে মুন্সিপাড়ার দেলোয়ারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় শৈত্যপ্রবাহ থাকায় বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাড়ার প্রায় সব বাড়িতে।

খবর পেয়ে নীলফামারী, সৈয়দপুর ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যেই আশেপাশের ২১টি পরিবারের ৫৪টি ঘর পুড়ে যায়। এ সময় ঘরগুলো থেকে গবাদী পশু ছাড়া আর কোন জিনিসপত্র সরানো সম্ভব হয়নি। ফলে ওই পরিবারগুলোর সর্বস্ব ছাই হয়ে গেছে।

নগদ ৩ লাখ টাকা, ৫ লাখ টাকা মূল্যমানের স্বর্নালংকার, ঘরে রক্ষিত ধান-চাল, আসবাবপত্র, পরিধেয় বস্ত্রসহ সবকিছুসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থান করেছে। এ ঘটনায় এলাকায় শোকাবহ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ সিকে সোমবার (১৪ জানুয়ারি) সকালে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হেলাল চৌধুরীর পক্ষ থেকে প্রত্যেককে ১টি করে কম্বল দেয়া হয়েছে এবং দুপুরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী র্কমকর্তা পরিমল কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল এবং ৩টি করে কম্বল দেন।

সহকারী কমিশনার পরিমল কুমার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সার্বিক সহযোগিতা করা হবে।

Bootstrap Image Preview