Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৫ বছর বয়সে বিয়ে না করলে অদ্ভুত শাস্তি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:০৭ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:১১ AM

bdmorning Image Preview


ডেনমার্কে অদ্ভুত এক প্রথা চালু রয়েছে। কোনো পুরুষের বয়স ২৫ পেরিয়ে গেছে। অথচ এখনও বিবাহ করেনি। এর জন্য রয়েছে বরণ উৎসব। আর বয়স তিরিশ পেরোলেই মরিচের গুঁড়ো । সঙ্গে ডিমও ছোড়া হয়। যাতে ডিমের সঙ্গে মাখামাখি হয়ে সারা দেহে মরিচের গুঁড়ো আটকে থাকে।

যদি কারও বয়স ২৫ হওয়ার পরও সিঙ্গেল বা একা থাকলে তাদের জন্মদিনে সারা গায়ে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দেয়া হয়। বিয়ের বয়স হয়েছে ,এবার ঘর বাঁধো- এটা মনে করিয়ে দিতেই এই অভিনব প্রথা চালু রয়েছে।

ডেনমার্কে অদ্ভুত এই প্রথার শুরুটা হয়েছিল কয়েক শতক আগেই। মশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান ঘুরে বেড়াতেন চারপাশে, তাদের পক্ষে ঘর-সংসার পাতা প্রায় অসম্ভব হয়ে উঠত। এমন অবিবাহিত সেলসম্যানদের ‘পেপার ডুডস’ বলা হতো। অবিবাহিতাদের ‘পেপার মেইডেন’ নামে ডাকা হতো।

ইউরোপের এই দেশটিতে পুরুষদের বিয়ের বয়স গড়ে সাড়ে ৩৪। অন্যদিকে নারীরা গড়ে ৩২ বছর বয়সে বিয়ে করেন।

Bootstrap Image Preview