Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তরখানে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:৩৫ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর উত্তরখানে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রিয়াজ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরখান থানাধীন মাদারবাড়ী এলাকার জমজম ওয়াশিং ফ্যাক্টরি থেকে শনিবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ঐ থানার মাদারবাড়ী এলাকার জমজম ওয়াশিং ফ্যাক্টরিতে হিসাব রক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

এর আগে ঐ দিন বিকেলে মাদারবাড়ী এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানালে তারা পুলিশকে অবগত করে।

স্থানীয়রা জানান, 'জমজম ওয়াশিং ফ্যাক্টরির হিসাব রক্ষক রিয়াজ উদ্দিন এক শিশুকে ঢেকে নিয়ে ধর্ষণ করে। পরে এলাকায় বিষয়টি জানা জানি হলে এলাকাবাসীর সহযোগীতায় রিয়াজ ও তার সহযোগী (একই ফ্যাক্টরি) সিকিউরিটি গার্ডকে আটক করে পুলিশে সোপর্দ করে।'

তারা আরো জানান, 'শিশুটি ওই ফ্যাক্টরির সামনেই খেলাধুলা করত। এই সুযোগে ধর্ষক শিশুটিকে চকলেট-বিস্কুট খাওয়ায়ে সখ্যতা গড়ে তুলে। আর এই সুযোগে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করে।'

ভিকটিমের বাবা কবির হোসেন জানান, 'আমি ও আমার স্ত্রী বাসার বাহিরে ছিল। বাসায় শুধু মেয়েটিই ছিল। পরে মেয়েকে ধর্ষণের খবর পেয়ে থানায় অবগত করলে ধর্ষকে গ্রেফতার করে পুলিশ।'

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন,' শিশুটি বাসায় একা থাকার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী একটি ফ্যাক্টরীর কর্মচারী শিশুটি ধর্ষণ করে। এ ঘটনায় ওই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'ভিকটিম অসুস্থ অবস্থায় আছে। তার চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা প্রকৃয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview