Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'এবার যুদ্ধ সুশাসন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে' 

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ১০:১৫ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন- চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতির বিরুদ্ধে কোন আপোষ নয়, জড়িতদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেয়া হবে। কোন প্রকার ছাড় দেয়া হবে না। ঠিকাদাররা রাস্তায় দুর্নীতি করলে ব্যবস্থা নেয়া হবে, নিম্নমানের কাজ করে জনগণ ভোগান্তির শিকার হবে, তা হবে না।    

প্রতিমন্ত্রী শনিবার (১২ জানুয়ারি) বিকেল ৫ টায় উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ সিংড়া গড়তে নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।     

তিনি আরো বলেন, সাব রেজিষ্টার অফিসে উচ্চ মূল্য দলিল রেজিষ্ট্রি হবে না। সড়কে কোন প্রকার চাঁদাবাজি চলবে না। যারা চাঁদাবাজি করবে তাদের ধরে আইনে সোপর্দ করবেন।

বিগত ১০ বছরে সিংড়াকে উন্নত, আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হয়েছে। এবার যুদ্ধ সুশাসন প্রতিষ্ঠার, দুর্নীতির বিরুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে। তিনি আরো বলেন, আমার একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা চাই। সবাইকে নিয়ে সিংড়াকে সুশাসন উপহার দিতে চাই।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।   

এর আগে পুনরায় প্রতিমন্ত্রী হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক সংগঠন ও নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। 
 

Bootstrap Image Preview