Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় তেল ট্যাংক বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাইজেরিয়ায় উল্টে পড়া একটি ট্যাংক থেকে তেল সংগ্রহের সময় বিস্ফোরণে ১২ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নাইজেরিয়া পুলিশের মুখপাত্র ইরেন উগবো মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, এখন পর্যন্ত আমরা ১২টি দগ্ধ মরদেহ উদ্ধার করেছি। তাছাড়া আরও ২২ জন মারাত্মকভাবে দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু স্থানীয়রা বলছেন নিহতের সংখ্যা ৬০ জন হতে পারে।

পুলিশের মুখপাত্র ইরেন উগবো আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নদীর ওপারের প্রদেশ ওদুকপানিতে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পুলিশ মাত্র অল্প কিছু মানুষের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে অনেকের শরীর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় কয়েক শত মানুষ তেল ট্যাংক বিস্ফোরণে নিহত হয়েছেন। আফ্রিকার বৃহৎ তেলসমৃদ্ধ এই দেশটিতে অনেক মানুষ তেল ট্যাংক থেকে চুইয়ে পড়া তেল সংগ্রহ করেন। আর এমন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।

Bootstrap Image Preview