Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘ফেরেশতার অধীনে নির্বাচন হলেও বিএনপি প্রশ্নবিদ্ধ করবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:১৫ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেরেশতার অধীনেও যদি নির্বাচন হয় আর বিএনপি হেরে যায়, তারা সেখানেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হবে বলে মন্তব্য করেছেন সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত।

আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একথা লিখেছেন তিনি।

আরাফাতের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হল-

বিএনপি-জামাত/ঐক্যফ্রন্ট বলছে নির্বাচন নাকি ২৯ তারিখ রাতেই হয়ে গেছে। আমার প্রশ্ন, তবে তারা ৩০ তারিখ সকালে নির্বাচন বর্জন করলো না কেনো? কেনো বলেনি, ভোট আগের দিন রাতে হয়ে গেছে, আমরা নির্বাচন থেকে সরে এসেছি। উল্টো ফখরুল সাহেব ৩০ তারিখ সকালে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের কাছে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু বিকালে যখন নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে তখন তারা বুঝতে পেরেছেন জনগণ তাদের আবারো ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। আর তখনই শুরু করলো নতুন বাজনা, ‘ভোট ২৯ তারিখ রাতেই হয়ে গেছে’।

বিএনপির পরিভাষায় সুষ্ঠু নির্বাচনের অর্থ হলো, যেকোনো ভাবে তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া। অন্যথায়, স্বয়ং ফেরেশতার অধীনেও যদি নির্বাচন হয় আর বিএনপি হেরে যায়, তারা সেখানেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বিডিমর্নিং-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Bootstrap Image Preview