Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, জুলাই ২০১৯ | ৩ শ্রাবণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

নায়কের জন্য বাবার শরীরে আগুন ধরিয়ে দিল ভক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview


পছন্দের নায়কের জন্য অনেক কিছুই করতে শোনা যায়। তাই বলে নিজের বাবার শরীরে আগুন! এমন কাণ্ডই ঘটিয়েছেন অজিত নামের এক যুবক। ভারতীয় অভিনেতা অজিত কুমারের জন্য প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন ঐ ভক্তের বাবা।

এ ঘটনায় ভক্ত অজিতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয় পুলিশসূত্রে কোনো খবর পাওয়া যায়নি। অভিনেতা অজিতও এ বিষয় আপাতত কোনো মন্তব্য করেননি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণী সুপারস্টারের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বিশ্বসম’ দেখার জন্য নিজের বাবার দেখা টাকা চেয়েছিল অজিত। টাকা না দেওয়ায় বাবার গায়ে আগুন ধরিয়ে দেয় ২০ বছর বয়সী ভক্ত। আগুন কীভাবে কে নিভিয়েছে সেসব জানা যায়নি। তবে ৪৫ বছর বয়সী অজিতের বাবার অবস্থা আশঙ্কাজনক না হলেও গভীর ক্ষত হয়েছে শরীরে। এখনো চিকিৎসা চলছে তার।

এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ’র নায়ক যশের জন্য মৃত্যু ঘটেছে এক ভক্তের। মৃতের নাম রবি রঘুরাম।

কর্ণাটকের দশরাহল্লির বাসিন্দা ছিল সে। যশের জন্মদিনের দিন তার দেখা পাওয়ার জন্য অভিনেতার হোস্কারহল্লির বাড়ির সামনে ছিল রবি। যখন জানতে পারে যে অভিনেতা শহরেই নেই, সেই হতাশা সহ্য করতে না পেরে নিজের গায় আগুন লাগিয়ে দেয়।

যশের বাড়ির নিরাপত্তারক্ষীরাই আগুন নেভানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তারের কথায়, রবির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। পরে তার মৃত্যু ঘটে।

Bootstrap Image Preview