Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৮:১২ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৮:১২ PM

bdmorning Image Preview


'হারবে শীত, জিতবে মানবতা, ছড়িয়ে দেবো নির্মোহ উষ্ণতা' এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)'র  উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) সকালে কেসি কলেজ চত্বরে দেড় শতাধিক মানুষের এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

কসাসের সভাপতি উম্মে সায়মা জয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রশিদ, কসাসের প্রধান মিজানুর রহমান, সমাজ সেবক এ্যাড. মনোয়ারুল হক লাল, সাজেদুর রহমান ফেটু।

এছাড়াও কসাসের উপদেষ্টা আবু তালেব মোহাম্মদ মুনীর, মিল্টন আলী বিশ্বাস, মাহফুজুর রহমান রহমান, শাহীনুর আলম লিটন, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, কসাসের সহ-সভাপতি সফিক রেহমান জুয়েল, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস, শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক ফিরোজ মিয়া।

আলোচনা সভা শেষে দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল, ভ্যাসলিন ও শীতের মোজা বিতরণ করা হয়। 
 

Bootstrap Image Preview