Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে ৩ 'ছিনতাইকারী' আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৫:০১ PM

bdmorning Image Preview
প্রতীকী


মাদারীপুর সদর উপজেলায় ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

শনিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার কাঠপট্টি রাস্তি ব্রিজের পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকার যাওয়ার জন্য একটি ইজিবাইকে করে কিছু সংখ্যক লোক মাদারীপুর শহরের দিকে আসছিল। ইজিবাইকটি কাঠপট্টি রাস্তি ব্রিজের পশ্চিম পাড়ে এলে ছিনতাইকারীরা ইজি বাইককে থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইলসহ মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া করে তিন জনকে ধরে ফেলে। পরে স্থানীয় জনতা সদর মডেল থানা পুলিশে কাছে ছিনতাইকারীদের সোপর্দ করে।

তিন ছিনতাইকারীরা হলেন, শহরের শান্তি নগর এলাকার সিরাজ বেপারীর ছেলে সজিব বেপারী (২০), একই এলাকার রেজাউল আকনের ছেলে শাকিল আকন (২১) ও দরগাহ শরীফ এলাকার কালাম ফকিরের ছেলে সাগর ফকির (২২)।

মাদারীপুর সদর মডেল থানার ওসি ( তদন্ত) মো. সিরাজুল হক সরদার বলেন, রাস্তা দিয়ে চলাচলকারী একটি ইজি বাইকে ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে।

Bootstrap Image Preview