Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

১২ বছরে পা রাখল বালিয়াডাঙ্গীর 'গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি' 

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ১১ বছর পূর্তি উপলক্ষ্যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে নিজস্ব কার্যালয়ে সমিতির আয়োজনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম।

বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আবু নাসের, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাড.আবেদুর রহমান, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ মকবুল হোসেন ও ইঞ্জিনিয়ার বাবর আলী প্রমুখ।  

বার্ষিক সভায় সমিতিটির সভাপতি বেলাল উদ্দীন বলেন, মাত্র ২০ জন সদস্যের সমন্বয়ে যাত্রা শুরু করেছিল সমিতিটি। ১১ বছর পর বর্তমানে সমিতিটির শেয়ার হোল্ডার ৫ হাজার ৮'শ জন।

তিনি আরও বলেন, সমিতি থেকে এলাকার অনেক দুঃস্থ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ নিয়ে আজ স্বাবলম্বী হয়েছেন। এতিমখানা, অসহায়দের সহযোগিতাসহ নানা সামাজিক কার্যক্রমের সাথেও জড়িত সমিতিটি। সাধারণ সভা শেষে ৫ বছর পূর্তি হওয়া সঞ্চয়দাতাদের এককালীন টাকা ফেরত প্রদান করা হয়।  


 

Bootstrap Image Preview