Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জুন ২০১৯ | ১১ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

হুইল চেয়ারে বসে মেয়ের বিয়েতে নাচলেন ক্যান্সার আক্রান্ত বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত বাবা। কিন্তু তাই বলে মেয়ের বিয়েতে উপস্থিত থাকবেন না, তা কী হয়? কিন্তু শুধু উপস্থিতই থাকলেন না, রীতিমতো নাচেও মাতলেন মেয়ের সঙ্গে। অসুস্থ বাবার সঙ্গে মেয়ের এই নাচ আবেগপ্রবণ করে তুলেছে নেটিজেনদের। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামার।

অসুস্থ ওই ব্যক্তির নাম জিম। ব্রেন ক্যান্সারে আক্রান্ত তিনি। তার মেয়ে মেরির বিয়ে উপলক্ষে একটি ম্যারেজ হলে উপস্থিত হয়েছিলেন তিনি। অসুস্থতার কারণে চলাফেরার শক্তিও হারিয়েছেন জিম। তবুও দীর্ঘদিন ধরেই বাবা-মেয়ের স্বপ্নের পরিকল্পনাটা নষ্ট করতে চাননি কেউই।

জিম ও মেরি দু’জনেই ভেবে রেখেছিলেন যে, বিয়ের দিন অভিনব আনন্দ উদযাপনে মাতবেন তারা। মেরি একজন নাচের শিক্ষিকা। বিয়ের দিন স্থানীয় একটি গানের সঙ্গে হুইল চেয়ারে বসা বাবার হাত ধরে তার পাশে পাশে নাচতে শুরু করেন তিনি।

ব্লু রুম ফটোগ্রাফি নামের একটি সংস্থা এই ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেছে। জীবনের বিশেষ এই দিনটিতে বাবাকে এভাবে আনন্দ দেওয়ার ঘটনা মন ছুঁয়ে গেছে সকলের। সবাই প্রশংসায় ভরিয়ে দিতে ভোলেননি মেরিকে। দেখে নিন ভাইরাল হওয়া মন কেড়ে নেওয়া সেই ভিডিওটি।

Bootstrap Image Preview