Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পশ্চিম আফ্রিকার বুরকিনায় জিহাদিদের হামলায় নিহত ১২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ১২:১০ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিদের এক হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। জঙ্গি সহিংসতা দমনে দেশটির লড়াই চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটেই এ হামলা চালানো হয়। 

শুক্রবার (১১ জানুয়ারি) দেশটির এক কর্মকর্তারা একথা জানান বলে জানিয়েছেন আর্ন্তজাতিক সংবাদ সংস্থা এএফপি। পশ্চিম আফ্রিকার এ দেশ গত বছরের শেষের দিকে অনেক প্রদেশে জরুরি অবস্থা জারি এবং বৃহস্পতিবার দেশটির সেনা প্রধানকে বরখাস্ত করে।

শুক্রবার রাতে নিরাপত্তা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ সহিংসতায় বন্দুকধারীরা দিনের বেলায় গ্রামের একটি বাজারে হামলা চালায়।

আরো বলা হয়েছে, সশস্ত্র প্রায় ৩০ ব্যক্তি গাসেলিকি গ্রামে সন্ত্রাসী হামলা চালায়। এতে ১২ জন নিহত ও দু’জন আহত হয়। এ সময় একটি গাড়ি ও ছয়টি দোকান জ্বালিয়ে দেয়া হয়।

স্থানীয় এক সূত্র এএফপি’কে জানিয়েছেন, হামলাকারীরা বিভিন্ন দোকানে লুটপাট চালায় এবং সাপ্তাহিক এ বাজারে আসা লোকজনের ওপর গুলিবর্ষণ করে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিরা হামলা শুরু করে। পরে তাদের এ হামলা টোগো ও বেনিন সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে।

Bootstrap Image Preview