Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনিদিষ্টকালের জন্য নিষিদ্ধ পান্ডে-রাহুল দেশে ফিরছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ AM

bdmorning Image Preview


আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করে ওয়ান ডে সিরিজ শুরুর আগেই রাহুল-পান্ডিয়ার অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার বিষয়ে সিলমোহর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার দিনভর জল্পনার পর রাতের দিকে দুই ক্রিকেটারের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। বোর্ড নিযুক্ত তদন্ত কমিটি পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রিপোর্ট পেশ না অবধি কোনও ধরনের ক্রিকেট খেলতে পারবে না রাহুল-পান্ডিয়া। সুতরাং অনিদিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন এই দুই ক্রিকেটার। 

খুব শীঘ্রই এই দুই ক্রিকেটারের বিকল্প নাম ঘোষণা করবে বিসিসিআই। সেই দুই ক্রিকেটারকেই থাকবেন অস্ট্রেলিয়া এবং পরবর্তী নিউজিল্যান্ড সিরিজের জন্য।

বৃহস্পতিবার বোর্ডের সিওএ কমিটির প্রধান বিনোদ রাই, রাহুল ও পাণ্ডিয়াকে দুই ম্যাচের নির্বাসনের শাস্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কমিটির আরেক সদস্য ডায়না এডুলজিও পাণ্ডিয়া ও রাহুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছিলেন। তবে দুজনকে কোন শাস্তির মুখে পড়তে হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় বোর্ড সূত্রে জানা গিয়েছে, দুই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়ার কাজ চলছে৷ কমিটির রিপোর্ট হাতে না-আসা পর্যন্ত বাইশ গজে ফেরা হচ্ছে না হার্দিক-রাহুলের৷ 

প্রসঙ্গত, জনপ্রিয় চ্যাট-শো ‘কফি উইথ করণ’-এ মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় রাহুল-পান্ডিয়ার কঠোর শাস্তির বিষয়ে দিনের শুরুতেই আভাস দিয়েছিল বিসিসিআই। আর শুক্রবার সন্ধ্যা গড়াতেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে বোর্ড। মহিলাদের বিষয়ে আপত্তিকর মন্তব্যের কারণে রাহুল-পান্ডিয়াকে শো-কজ করে বোর্ড নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। পান্ডিয়া দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলেও তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় প্রথমে দুই ক্রিকেটারকে দুটি ম্যাচ নির্বাসনে পাঠানোর প্রস্তাব দেয় সিওএ প্রধান বিনোদ রাই।

Bootstrap Image Preview