Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:৪৮ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:৪৮ AM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে ট্রাকের ধাক্কায় শিমুল আহমেদ (২২) ও নাঈম আহমেদ (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টা ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মৃত আজমদ মিয়ার ছেলে শিমুল আহমেদ ও সাতাইহাল গ্রামের আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ।

প্রত্যক্ষদশীদের মাধ্যমে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টা ১টার দিকে দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও ফার্ম থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নিহত ব্যক্তিরা। পথিমধ্যে মহাসড়কের আইনগাও দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে পৌঁছামাত্রই সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলটিকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শিমুল আহমেদ। আর গুরুতর আহত অবস্থায় নাঈম আহমেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল প্রায় ঘন্টাখানেক সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের টহলরত একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান এবং চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Bootstrap Image Preview