Bootstrap Image Preview
ঢাকা, ১২ বৃহস্পতিবার, ডিসেম্বার ২০১৯ | ২৮ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:১৭ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:১৭ AM

bdmorning Image Preview


মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার ভোর সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ঘন কুয়াশায় পদ্মা নদীর দিক নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানিয়েছে। ফলে কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ভোর ৪টার দিকে পদ্মা নদীতে ঘন কুয়াশা নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয়ে যাওয়ায় ফলে দুর্ঘটনা এড়াতে কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা একটু কমলে কাঁঠালবাড়ী ঘাট থেকে দুটি ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সূত্র জানায়, সকাল সাড়ে ৬টা পর্যন্ত কুয়াশার কারণে ঘাট ছেড়ে যায়নি কোনো লঞ্চ। তবে সোয়া ৭টার দিকে কুয়াশা কিছুটা কমলে শিমুলিয়ার উদ্দেশ্যে লঞ্চ কাঁঠালবাড়ী ঘাট ছেড়ে গেলেও মাঝ পদ্মায় কুয়াশা থাকায় চলাচল ব্যাহত হচ্ছে।

Bootstrap Image Preview