Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হ্যাটট্রিক বোলার আলিসের বোলিং নিয়ে মাশরাফিদের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ১২:৫৯ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ১২:৫৯ AM

bdmorning Image Preview


নেট বোলার থেকে বিপিএলের মাঠ । অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে  আলোচনায় এসেছেন ঢাকা ডাইনামাইটসের অফ স্পিনার আলিস আল ইসলাম। কিন্তু প্রথম ম্যাচের পরেই তাঁর বোলিং নিয়ে প্রশ্ন তুলেছে মাশরাফির রংপুর।

রংপুর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘ঢাকা প্রথম বিভাগ লিগে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক ছিল। আমাদের বলা হয়েছে সে অ্যাকশন শুধরেছে। কিন্তু আজকের ম্যাচ দেখে মনে হয়েছে তার অ্যাকশন এখনো ত্রুটিপূর্ণ। তার কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে বিশেষ করে সে যখন দুসরা মারছে।’
সপ্তাহ খানেক আগে নেট বোলার হিসাবে ঢাকা ডাইনামাইটসের দলে বোলিং করার সুযোগ পান ঢাকা সাভারের ছেলে আলিস আল ইসলাম। তার পর তাঁর বোলিং দেখে  ডাইনামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজনের পছন্দ হয়। 

এরপর তাকে টিমের সাথে রেখে দেন। কিন্তু আলিস স্বপ্নও ভাবতে পারেননি তাকে ম্যাচ খেলতে হবে। 

রংপুর  রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সন্ধ্যায়  তাকে খালেদ মাহমুদ সুজন মানসিক ও শারীরিক ফিট থাকতে বলেন , বলেন রংপুর রাইডার্সের বিপক্ষে তাকে মাঠে নামতে হবে।ঠিক সেই সময় থেকেই নিজেকে মানসিক প্রস্তুতি করেছেন। কিন্তু মিপুরের ২৫ হাজার দর্শকের সামনে খেলতে গিয়ে অনেক নারভাস হয়ে যান। যার জন্য ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচও ছেড়েছেন। বাজে এই ফিল্ডিংয়ের জন্য আলিস হতাশ হয়ে পড়েন। কিন্তু দলের সতীর্থরা সেই সময় সাহস দিয়েছেন। সেই সাহসেই বোলিং করেন তিনি।

তার পর  তাঁর বোলিং ঘূর্ণিতে সোজা হয়ে দাঁড়াতে পারলেন না মাশরাফিরা। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে নিলেন ৪ উইকেট। এই চার ওভারের মধ্যে একটি ওভারে হ্যাটট্রিকও করেছেন তিনি। 

Bootstrap Image Preview