Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্বল রাজশাহীর বিপক্ষে কুমিল্লার সহজ জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ১০:৩০ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ১০:৩০ PM

bdmorning Image Preview


বিপিএলের দশম ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেলো কুমিল্লা ভেক্টোরিয়ান। রাজশাহী কিংসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৫ উইকেটের সহজ জয় তুলে নেন। 

প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে ১৮,৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান করে মিরাজরা।

অল্প পুঁজির এই টার্গেটে ব্যাটিং করতে এই দিন লুইসের সাথে নামেন অফ ফর্মে থাকা এনামুল হক বিজয়। ওপেনিংয়ে খেলার সুযোগটা পেয়ে শুরুটা ভালোই করেন বিজয়। লুইসের সাথে গড়েন ৬৫ রানের জুটি। 

এরপর বিজয় ৪০ রানে রান আউট হন। বিজয়ের বিদায়ের পর ক্যাচ আউট হন তামিম ইকবাল। উইকেট হারালেও ম্যাচ ততক্ষন কুমিল্লার হাতে। এরপর তামিম ও ইমরুল কায়েস ম্যাচ জিতাতে ব্যর্থ হলেও আফ্রিদি ডাওসনকে নিয়ে জয়ের লক্ষে পৌঁছিয়ে যায়। 

কুমিল্লা ভেক্টোরিয়ান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ৫/১৩০

এনামুল হক বিজয়(৪০), তামিম ইকবাল(২১), ইমরুল কায়েস(৬), ,ইভেন লুইস(২), শহীদ আফ্রিদি(১০), শোয়েব মালিক(২), ডাওসন(১২)*। 

উইকেট নিয়েছঃ মিরাজ(১), কাইস আহমেদ(১),মোস্তাফিজ(১)।

রাজশাহী কিংসের  সংক্ষিপ্ত স্কোরঃ১২৪/১০
মুমিনুল হক(৩), মেহেদী হাসান মিরাজ(৩০), মোস্তাফিজুর রহমান(১)*,  উদানা৩২), ফজলে রাব্বি(৩), আরাফাত সানি(৪), ইভান্স(০), জাকির(২৭), মোহাম্মদ হাফিজ(১৬), কাইস আহমেদ(০), সৌম্য সরকার(০)।  

উইকেট নিয়েছেনঃ আফ্রিদি(৩), আবু হায়দার(২), সাইফউদ্দিন(২), ডাওসন(২)।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি,মোহাম্মদ শহীদ,মোশারফ হোসেন,মেহেদী হাসান,ইভেন লুইস, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক।

রাজশাহী কিংসঃ মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ(অধিনায়ক), মোস্তাফিজুর রহমান,  উদানা, ফজলে রাব্বি, আরাফাত সানি, ইভান্স, জনকের, মোহাম্মদ হাফিজ, কাইস আহমেদ, সৌম্য সরকার। 

Bootstrap Image Preview