Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজিতপুরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আশরাফ উদ্দিন (৩০) নামে এক ডাকাত ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত দেড়টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচর বিলেরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উদ্দিন ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, মাদক কেনাবেচা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে বাজিতপুরের পিরিজপুর ইউনিয়নের উজানচর এলাকায় অবস্থান নেয়। রাত দেড়টার দিকে আনুমানিক ৬-৭ জন মাদক ব্যবসায়ীকে দেখে পুলিশ ধরতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে আশরাফ উদ্দিন নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।

এ সময় মৃত আশরাফ উদ্দিনের পাশ থেকে ১টি শটগান, ৫ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ১০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির নামে ভৈরব থানা ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

Bootstrap Image Preview