Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৮:০৩ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৮:০৩ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত। এসময় তার সাথে থাকা আলীকুজ্জামান টিটু (৪০) নামে এ ব্যাংকার আহত হয়েছেন।

শুক্রবার(১১ জানুয়ারী) সন্ধ্যায় রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা কাজিরহাট রেল ক্রোসিং এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী আবুল কালাম আজাদ রংপুরের গংগাচওড়া উপজেলার গজঘন্টা এলাকার আবু বক্করের ছেলে। এ ঘটনায় আহত হন একই এলাকার আব্দুল গফুরের ছেলে কুড়িগ্রামের উলিপুর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার আলীকুজ্জামান টিটু।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামি আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কাজিরহাট রেলক্রোসিং অতিক্রম করার সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ ও আলীকুজ্জামান টিটু গুরুতর আহত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় আহত আলীকুজ্জামানকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে এবং রেলওয়ে থানাকে খবর দেয়া হয়েছে।
 

Bootstrap Image Preview