Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জবানবন্দি দিলেন পুলিশের গাড়িতে আগুন দেওয়া সেই যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:৩২ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নির্বাচনের আগে মনোনয়ন পত্র বিলি করার সময় সৃষ্ট সংঘর্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গত ১৪ নভেম্বর দিয়াশলাই জ্বালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ওয়াসিম (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ ১১ জানুয়ারি শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক জসিম উদ্দিন তার জবানবন্দি গ্রহণ করেন।

শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক মুন্সি শহিদুল ইসলাম ওয়াসিমকে আদালতে হাজির করেন।এরপর তিনি আদালতে আবেদন করে জানান যে, আসামি সেচ্ছায় আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। পরে বিচারক ওয়াসিমের জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাজাধানীর পল্লবী থেকে ওয়াসিমকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের পাঁচ কর্মকর্তা,আনসারের দুই সদস্যসহ ২৩ জন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে।

Bootstrap Image Preview