Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, জুন ২০১৯ | ৩ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview


যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুতে উত্তরবঙ্গগামী লেনে রড বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আল বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড বোঝায় একটি ট্রাক সেতুর ৩৯নং ব্রিজের পিলারের কাছে এসে চাকা ফেটে আগুন ধরে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, অগ্নিদগ্ধ ট্রাকটি সরিয়ে ফেললে অল্প কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গগামী লেনটি চালু হয়। কিন্তু ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে চেষ্টা চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটি সেতুর ৩৯নং ব্রিজের পিলারের কাছে এসে চাকা পাংচার হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

Bootstrap Image Preview