Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধর্মঘটে অচল জার্মানির তিন বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জার্মানির তিন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ধর্মঘটে নামায় ৬৪৩টি ফ্লাইট বাতিল হয়েছে। দুর্ভোগে পড়েছে এক লাখেরও বেশি যাত্রী।

বৃহস্পতিবার জার্মানির তৃতীয় বৃহত্তম বিমানবন্দর ডুসেলডর্ফসহ কোলন এবং স্টুটগার্ট বিমানবন্দরের কর্মীরা মজুরি বাড়ানোর দাবিতে ধর্মঘট করেন।

ভোর ৩টায় শুরু এ ধর্মঘট মধ্যরাত পর্যন্ত চলার কথা।

এতে জার্মানির অন্যান্য বিমানবন্দরের যাত্রীরাও সমস্যায় পড়েছন। নিরাপত্তাকর্মীরা তাদের মজুরি প্রায় ১৮ শতাংশ বাড়ানোর দাবি করেছেন।

তবে মালিকপক্ষ ২ থেকে ৮ শতাংশ মজুরি বাড়ানোর প্রস্তাব করেছে।

২৩ জানুয়ারি মালিকপক্ষের সঙ্গে নিরাপত্তাকর্মীদের প্রতিনিধি সংগঠনের আলোচনা হওয়ার কথা রয়েছে।

Bootstrap Image Preview