Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী দুই মাসের মধ্যে মাদার বোর্ড উৎপাদন করবো: তথ্য-প্রযুক্তিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, আগামী দুই মাসের মধ্যে আমরা মাদার বোর্ড উৎপাদন শুরু করবো। আমরা তথ্য-প্রযুক্তিতে আমদানি থেকে রপ্তানি জাতিতে পরিণত হয়েছি।

তিনি বৃহস্পতিবার রাজধানী ঢাকার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে সরকারের সকল সেবাখাত ডিজিটালাইজড করা হবে। এ থেকে বাদ যাবে না পোস্ট অফিসগুলোও। তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের কোন প্রতিষ্ঠান আর অলাভজনক থাকবে না।

তিনি বলেন, শিক্ষাখাতে আমরা এখনো প্রাচীন উপনিবেশিকতায় রয়েছি। এ থেকে বেরিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে শিক্ষাখাতে দক্ষ মানবসম্পদ তৈরির জন্যে প্রযুক্তিকে ব্যবহার করা হবে। শিশুশ্রেণি থেকে ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালুর চিন্তা করছি।

মোস্তফা জব্বার বলেন, প্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগের জায়গা তৈরি হয়েছে। আমরা বিদেশিদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। এখন বিদেশিরা প্রচুর বিনিয়োগ করছেন। আমরা আমদানি নির্ভর জাতি থেকে রপ্তানি নির্ভর জাতিতে পরিণত হচ্ছি।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বলেন, আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমরা তথ্য-প্রযুক্তিখাতে কি কাজ করবো এমন চিন্তা তিনি ১৯৬৪ সালেই তিনি করেছিলেন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছিলেন। আজ সেসবের ফল পাচ্ছি।

তিনি বলেন, ২০০৮ সালের ৮ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ধারণা দিয়েছিলেন তখন অনেকেই বিষয়টি আমলে নেইনি। অথচ এখন ২০১৯ সালে এসে দেশ ডিজিটাল হয়ে গেছে। প্রযুক্তি গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে।

আজ বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলাটির পরিকল্পনাকারী মুহাম্মদ খান জানান, এটি ১১তম মেলা। এটিতে অংশ নিয়েছে বিশ্বখ্যাত স্মার্টফোন ও ট্যাবলেট প্রস্তুতকারী কোম্পানিগুলো। তারমধ্যে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, ইউ, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্যান্ডের প্রতিষ্ঠান। 

Bootstrap Image Preview