Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকসহ গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১২:০৭ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১২:০৭ PM

bdmorning Image Preview


ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী’ বানোয়াট-মিথ্যা তথ্য প্রচার ও গুজব ছড়ানোর দায়ে ৭ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (০৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

আটককৃতরা হলেন- রবিউল ইসালম (৪২), আখলাকুজ্জামান আনসারী (৪৩), তোফাজ্জল হোসেন হেলাল (৪০), তানভীর হাসান মোহন (২২), ইউসুফ (৩০), আবু রায়হান আলবিরুনী পুসকিন (৪৩) ও আবুল কালাম (৩৪)।

তিনি জানান, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন রাজধানীর উত্তরা, রাজশাহী, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া ও কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে।

আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে প্রচার ও গুজব ছড়িয়ে আসছিল।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গুজব ছড়ানোর দায়ে র‌্যাব বিভিন্ন সময় সর্বমোট ১৯২ জনকে গ্রেফতার করেছে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

Bootstrap Image Preview