Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাকাশ থেকে ভুল নম্বরে ডায়াল, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১০:৩৭ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১০:৪৮ AM

bdmorning Image Preview


ডাচ মহাকাশচারী আন্দ্রে কুইপারস যোগাযোগের চেষ্টা করছিলেন হস্টনে অবস্থিত নাসা-এর জনসন স্পেস সেন্টারের সঙ্গে। কিন্তু ভুলবশত কলটি চলে যায় ইউএস এমার্জেন্সি সার্ভিসে।

আন্দ্রে চেয়েছিলেন আউটসাইড লাইনে ৯১১ নম্বরে যোগাযোগ করতে। কিন্তু ৯ এর স্থানে ০ (শূন্য) চাপার কারণে ইন্টারন্যাশনাল লাইনে ০১১ নম্বরে চলে যায় কলটি। আন্দ্রে বলেন, 'আমি ভুল করেছি, এবং পরের দিন আমি একটি ই-মেইল বার্তা পাই: 'আপনি কি ৯১১ নম্বএ ফোন করেছিলেন?' কিছুটা হতাশ হলাম আমি।'

ইউএস এমার্জেন্সি সার্ভিসের ৬০ বছর বয়সী ওই কর্মকর্তা বুঝিয়ে দেন কীভাবে সহজে মহাকাশ স্টেশন থেকে যোগাযোগ করা যায় পৃথিবীর সঙ্গে। 

Bootstrap Image Preview