Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গুজব ছড়ানোর অভিযোগে সারাদেশে আটক ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১০:২১ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


অনলাইন ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী’ বানোয়াট-মিথ্যা তথ্য প্রচার ও গুজব ছড়ানোর দায়ে রাজধানীসহ সারা দেশে ৭ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- রবিউল ইসালম (৪২), আখলাকুজ্জামান আনসারী (৪৩), তোফাজ্জল হোসেন হেলাল (৪০), তানভীর হাসান মোহন (২২), ইউসুফ (৩০), আবু রায়হান আলবিরুনী পুসকিন (৪৩) ও আবুল কালাম (৩৪)।

বুধবার (০৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন রাজধানীর উত্তরা, রাজশাহী, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া ও কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে।

আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে প্রচার ও গুজব ছড়িয়ে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গুজব ছড়ানোর দায়ে এখন পর্যন্ত র‌্যাব বিভিন্ন সময়ে তাদের অভিযানে সর্বমোট ১৯২ জনকে গ্রেফতার করেছে বলে জানান এএসপি মিজানুর রহমান।

Bootstrap Image Preview