Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় যুবলীগের বিক্ষোভ

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৯:৩১ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৯:৩১ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগ।

বুধবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, নির্বাচনের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা পরিকল্পিত। এই হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে পাহাড়ের সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রোধ করা যাবে না।

মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. হারুন মিয়া, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জুয়েল চাকমা ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনের ওপর স্বশস্ত্র হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই এ হামলার জন্য ইউপিডিএফকে দায়ী করে আসছে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ।

Bootstrap Image Preview