Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অর্থ আত্মসাতের মামলায় নারী ইউপি সদস্য কারাগারে 

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৮:৪৭ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


প্রতারণামূলক অর্থ আত্মসাতের মামলায় সুনামগঞ্জের তাহিরপুরের সিলিয়া বেগম নামে এক সাবেক নারী ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাবেক নারী ইউপি সদস্যর জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

সেলিয়া বেগম তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও বালিজুড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জেএস কনজিউমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেড নামের একটি ভোক্তা কোম্পানীর প্রতিনিধি পরিচয়ে লোকজনের সাথে অভিনব জালিয়াতি ও প্রতারণা করে আসছিলেন সেলিয়া বেগম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় ফের প্রতারণা করতে গেলে দশঘর ও আশেপাশের কয়েক গ্রামের কয়েক শতাধিক বিক্ষুদ্ধ লোকজন তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। 

প্রতারণার শিকার রাশেদা বেগম নামের অপর এক নারী বাদি হয়ে সেলিয়া বেগমসহ ৩ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় অপর অভিযুক্তরা হলেন, চাঁদপুর জেলা সদরের শাহিনা মিনি টাওয়ারের একটি ভোক্তা কোম্পানীর পরিচালক জসিম উদ্দিন ও সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা খালেদা আক্তার।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কয়েকমাস পূর্বে এলাকার সহজ সরল শতাধিক নারী পুরুষকে বেশি বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার থেকে ৫ হাজার করে নগদ টাকা হাতিয়ে নেন সেলিয়াসহ প্রতারক চক্রের সদস্যরা।  

মঙ্গলবার পুরনো কৌশলে ফের দশঘর গ্রামের সৈয়দ আলীর বাড়িতে এসে ২ জন লোকের কাছ থেকে নগদ আড়াই হাজার টাকা গ্রহণ করতে গেলে টাকাসহ শতাধিক বিক্ষুদ্ধ লোকজন সেলিয়াকে আটক করেন।

বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য আমিনা আক্তার বলেন, ওই মহিলা শুধু জেএস কনজিউমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেডের নামেই নয় বাংলাদেশ মানবাধিকার কমিশন নামক অপর একটি সংগঠনের নামেও প্রতারনামূলকভাবে লোকজনের নিকট থেকে ইতিপূর্বে বেশ টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান বুধবার ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে বললেন, প্রতারণামূলক অর্থ আত্মসাতের মামলায় সেলিয়াকে আদালত কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেছেন।

 

Bootstrap Image Preview