Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহের ফুলপুরে লোকালয়ে ২ বাঘ, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের সাহাপুর গ্রামে বুধবার লোকালয়ে আসা ২ টি বাঘের সন্ধান পাওয়া গেছে। পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজন বাঘ ২ টি ধরতে পারেনি। তাড়া খেয়ে লুকিয়েছে বাঘ দুটি। বাঘ ধরা না পড়ায় আতংকের মাঝে রয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে সাহাপুরে সবুজ দত্তের বাড়িতে খাবারের সন্ধানে চলে আসে বাঘটি। এ সময় বাড়ির কুকুর তাড়া করলে কুকুরকেও আক্রমণ করে বাঘটি। পরে কুকুরের ডাকে প্রথমে বাড়ির মালিক মলয় দত্ত বের হন। তিনি বাঘ দেখে চিৎকার দিলে আরো লোকজন আসলে বাঘ জঙ্গলে একটি গাছের ডালে আশ্রয় নেয়।

প্রত্যক্ষদর্শী সবুজ দত্ত বলেন, কৌতূহলী ৪/৫শ গাছের নিচে জড়ে হলে ২ ঘণ্টা গাছে অবস্থান করে বাঘটি। পরে একটু নীরবতা পেয়ে বাঘটি গাছ থেকে নেমে লোকচক্ষুর আড়ালে চলে যায়।

ওই এলাকার নির্মল দত্ত জানান, তিনি মঙ্গলবার সন্ধ্যায় মাঠে গরু আনতে গিয়ে এই বাঘটির চেয়ে আরো বড় একটি বাঘ দেখেছেন। বাঘ দেখে তার হাতে রশিতে রাখা গরু আতঙ্কে ছুটে যায়।

সাহাপুর গ্রামে মাছুয়া বাইদ খালে গভীর ঘন জঙ্গল রয়েছে। জঙ্গলে প্রাচীনকাল থেকে বিশালাকৃতির ৬/৭ টি সুরঙ্গ রয়েছে। বিল থেকে খালটি খড়িয়া নদীতে মিলিত হয়েছে। এলাকাবাসীর ধারণা, বাঘগুলো এখানে থাকে। খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়েছে। গাছে অবস্থান করা বাঘের ছবি দেখে কেউ বলছেন মেছো বাঘ, কেউ বলছেন চিতাবাঘ।

স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে বাঘটিকে আক্রমণ বা হত্যা না করার জন্য মাইকিং করা হয়েছে।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বাঘ ধরা যায়নি। আমি গিয়ে দেখতে পাইনি। ডিসি স্যারের নির্দেশনা আছে বাঘ মারা যাবে না। তবে বাঘ আবার লোকালয়ে আসলে তাদের ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দিতে হবে। বাঘ না মারার জন্য ও এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছে।

Bootstrap Image Preview