Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা এক ঘণ্টাও কারো ঋণ আটকে রাখিনি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview


শক্ত অবস্থানে থেকে আন্তর্জাতিক ঋণসংস্থার সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়া নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

বুধবার দুপুর ১২ টায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে রাজধানী ঢাকার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একটি পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

এ সভায় অর্থমন্ত্রীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মহোদয় এ বিভাগের চলমান কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করেন এবং অর্থমন্ত্রীর নিকট এ বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা কামনা করেন।

এ প্রেক্ষিতে অর্থমন্ত্রী মুস্তফা কামাল উপস্থিত কর্মকর্তাবৃন্দকে তাদের এযাবৎকালের সকল কার্যক্রমের জন্য প্রশংসা করেন এবং তাদেরকে সাধুবাদ জানান।

কামাল ইআরডি’র কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে বলেন যে, তাঁদেরকে অত্যন্ত শক্ত অবস্থানে থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও বিদেশি ঋণসংস্থার সাথে নেগোসিয়েশন করতে হবে, যেন বাংলাদেশের স্বার্থ সমুন্নত থাকে। এক্ষেত্রে ঋণচুক্তির শর্তসমূহ বাংলাদেশের অনুকূলে রাখার বিষয়টি নিশ্চিত করতে তিনি নির্দেশনা প্রদান করেন।

তিনি জানান যে, ইআরডিকে সারাবিশ্বে বাংলাদেশের ঋণ সক্ষমতার বিষয়টি তুলে ধরতে হবে। বাংলাদেশ আজ পর্যন্ত কোন ঋণের একটি ইনস্টলমেন্টও প্রদানে এক ঘণ্টার জন্যও বিলম্ব করেনি। বাংলাদেশের External Debt-GDP Ratio মাত্র ১৩ দশমিক ২ শতাংশ। যেখানে ঝুঁকিমুক্ত মাত্রা হলো ৪০শতাংশ। পৃথিবীতে সর্বনিম্ন External Debt-GDP Ratio ‘র কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। তিনি কর্মকর্তাবৃন্দকে আহ্বান করেন যেন তারা আমাদের ঋণ সক্ষমতা ধরে রাখেন। তাহলে ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন সহজতর হবে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে গ্রামীণ জীবনমান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট ছোট আকারের প্রকল্পে ঋণ সহায়তা প্রদানে প্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দেন।

Bootstrap Image Preview