Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রুয়ান্ডায় নিষিদ্ধ সব প্রসাধনী, বিপাকে নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডার সরকার একটি বেরসিক সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে ত্বক ফর্সাকারী ক্রিমসহ সব প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ফলে, বিপাকে পড়েছেন দেশটির নারীরা। রুয়ান্ডা সরকার দেশটিতে ত্বক ফর্সাকারী প্রসাধনী ব্যবহারসহ এ জাতীয় পণ্য উৎপাদন ও আমদানি নিষিদ্ধ করেছে।ল খবর আলজাজিরার।

কিন্তু অনেকেই সরকারের এমন নিষেধাজ্ঞার সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

এ নিষেধাজ্ঞার মাধ্যমে রুয়ান্ডা সরকার নারীদেরকে অবৈধভাবে উৎপাদন ও আমদানি হওয়া ভেজাল প্রসাধনী ব্যবহারের পথ তৈরি করে দিল বলেও অনেকে মন্ব্য করেছেন।

এর ফলে তাদেরকে নানারকম শারীরিক রোগ সংক্রমণের ঝুঁকির মুখে ঠেলে দেবে। উল্লেখ্য, আফ্রিকার দেশগুলোতে প্রতিবছর কোটি কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়।

Bootstrap Image Preview