Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাংনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview


মেহেরপুরের গাংনীতে শাহানাজ খাতুন (২৮) নামের এক গৃহবধূ নিহত। স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে। নিহত শাহানাজ ধর্মচাকী গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

বুধবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে স্থানীয় হিন্দা ক্যাম্পের পুলিশ সদস্যরা কামালের ঘরের মধ্য থেকে শাহানাজ খাতুনের লাশ উদ্ধার করে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শাহানাজ খাতুনের স্বামী কামাল হোসেন কয়েক মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন। এনিয়ে প্রথম স্ত্রী শাহানাজ ও কামালের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এ কারণে কামাল তার প্রথম স্ত্রী শাহানাজকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। শাহানাজের গলায় আঘাতের দাগ রয়েছে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মারা যাওয়ার কারণ বলা সম্ভব হবে। তবে শরীরে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শাহানাজ খাতুনের স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে।

Bootstrap Image Preview