Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় ১১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১০:৫৯ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ জলিল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলশীঘাট বাজারের নিরাপদ কোচ কাউন্টার এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আ. জলিল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গিলাবাড়ি (চতরাহাট) গ্রামের  সোহরাব হোসেনের ছেলে।

জানা যায়, গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি চালান ঢাকার উদ্দেশে পাচার হচ্ছে। পরে তারা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলশীঘাট বাজারের নিরাপদ কোচ কাউন্টার সামনে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিলসহ জলিলকে গ্রেফতার করা হয়। জলিলের কাছে পাওয়া ফেনসিডিলের মূল্য প্রায় ৫৭ হাজার ৫০০শত টাকা। 

এবিষয়ে ডিবি ওসি মজিবুর রহমান জানান, গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা  হয়েছে। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

Bootstrap Image Preview